অভয়নগর (প্রেমবাগ) প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বারোইপাড়া এলাকায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে স্থানীয় সুমিত দাসের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু্ইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক সুমিত দাস জানান,ঘরের পেছনে গোয়াল ঘর থেকে এ আগুনের সূএপাত ঘটে। তিনি আরো বলেন, মূলত এই গোয়াল ঘরে গরু নেই ।যার কারনে, এখানে আমাদের জ্বালানী কা্ঠ, পাটকাটি, পাতা ভর্তি করে রাখা ছিলো। কাল রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম তখন হটাৎ করে আগুনে পোড়ার শব্দ পাই। পরে আমরা ঘর থেকে বের হয়ে আগুন নেভাতে চেষ্টা করি। সেই সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট হাজির হয় ।ফায়ার সার্ভিস আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আমার চারটি ঘরের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছা্ই হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান মফিজ উদ্দিন নিজেই ঘটনাস্থলে হাজির হন। তিনি ক্ষতির পরিমান দেখে দুঃখ প্রকাশ করেন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটব সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু্ইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌছায়। তারপর আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি
যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বারোইপাড়া এলাকায় আগুনে বসতঘর পুড়ে ছাই

