মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

যশোর জেলা অনূর্ধ-১৪ ক্রিকেট দল ইয়াংটাইগার ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখেছে

আরো খবর

যশোর জেলা অনূর্ধ-১৪ ক্রিকেট দল ইয়াংটাইগার ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখেছে।গতকাল নড়াইল বীরশ্রেষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা তাদের নিজস্ব দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ জেলাকে ৪ উইকেট হারিয়েছে।প্রথমে ব্যাট হাতে মাঠে নেমে ঝিনাইদহ জেলা (৪৪’৪) ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে।তাদের মাহামুদ ফয়সাল ৫৩ রান করে,অতিরিক্ত থেকে আসে ৪৩.যশোর জেলা দলের ইয়াছিন,সাদিক,তারিক,সানোয়ার ২ টিকরে এবং তানভীর ও সাইম ১ করে উইকেট লাভ করে।জবাবে ব্যাট হাতে মাঠে নেমে বিজয়ী দল ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে।তাদের সাইম ৪৩, বশির ৩০,অতিরিক্ত থেকে আসে ৩০ রান। ঝিনাইদহ জেলা দলের মুসফিক ৩ টি,রনক ২ টি,ওরাফি ১ টি করে উইকেট লাভ করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ