শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর জেলা পরিষদ নির্বাচন ৪২ জনের মনোনয়নপত্র সংগ্রহ চেয়ারম্যান পদে ৩

আরো খবর

 

 

নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলা পরিষদ নির্বাচনে লন্বা হচ্ছে চেয়ারম্যান পদের প্রার্থীর লাইন। গতকাল চেয়ারম্যান পদে আরো একজন মনোনয়ন কিনেছেন। সোমবার চেয়রম্যান পদে দু’জনসহ মোট মনোনয়ন সংগ্রহ করেন ৩৭ জন। গতকাল তা বেড়ে ৪২ সংখ্যায় দাড়িয়েছে। তাদেরমধ্যে ৮ জন মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে নির্বাচন অফিস থেকে জানা গেছে।

 

সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল, বিএলডিপি যুগ্ম মহাসচিব মারুফ হোসেন কাজল ও সদর উপজেলা কৃষক লীগনেতা বাবলু মিয়া।

সংরতি-১ নম্বর ওয়ার্ড (যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজেরা পারভীন, নাছিমা সুলতানা মহুয়া, রেহেনা পারভীন, ডা. মরিয়ম ও রেহেনা আক্তার, সংরতি-২ (মণিরামপুর ও কেশবপুর) থেকে সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাসরিন সুলতানা, রুকসানা ইয়াসমিন পান্না ও নাদিরা বেগম। সংরতি-৩ (শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা) থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাহানা আক্তার ও শায়লা জেসমিন।

এছাড়া এক নম্বর ওয়ার্ড (শার্শা) থেকে সাধারণ সদস্য পদে সালেহ আহমেদ মিন্টু ও সহিদুল আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে ইকবাল আহমেদ রবি, ইমামুল হাবিব, আনারুল ইসলাম, সুরত আলী, সৈয়দ ইমরানুর রশীদ ও রফিকুল ইসলাম। তিন নম্বর ওয়ার্ড (চৌগাছা) থেকে সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেওয়ান তৌহিদুর রহমান, আহসান হাবিব, কামরুজ্জামান ও আসাদুল ইসলাম। চার নম্বর ওয়ার্ড (অভয়নগর) থেকে আব্দুর রউফ মোল্যা, ফারাজী আশিকুল ইসলাম বাঁধন, প্রদীপ দে, জিএম মনিরুজ্জামান, রবিউল ইসলাম ও শেখ মাহবুবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাঁচ নম্বর ওয়ার্ড (বাঘারপাড়া) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জয়নাল আবেদীন, সাইফুজ্জামান চৌধুরী, এনায়েত হোসেন লিটন, শওকত হোসেন ও গোলাম সরোয়ার। ছয় নম্বর ওয়ার্ড (সদর) থেকে সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন জবেদ আলী ও শেখ ইকরামুল কবির। আট নম্বর ওয়ার্ড (কেশবপুর) থেকে সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন জাকির হোসেন ও সোহরাব হোসেন।

এরইমধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন সদর উপজেলা থেকে শ্রমিক লীগনেতা জবেদ আলী। এছাড়াও দুই নম্বর ওয়ার্ড (ঝিকরগাছা) থেকে সাধারণ সদস্য প্রার্থী ইকবাল আহমেদ রবি ও ইমামুল হাবিব, তিন নম্বর ওয়ার্ড (চৌগাছা) থেকে সদস্য প্রার্থী দেওয়ান তৌহিদুর রহমান, আট নম্বর ওয়ার্ড (কেশবপুর) থেকে সদস্য প্রার্থী সোহরাব হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরতি-২ নারী সদস্য প্রার্থী (মণিরামপুর ও কেশবপুর) তাসরিন সুলতানা।

১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া শেষ দিন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী এক হাজার ৩১৯ জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ