নিজস্ব প্রতিনিধি: যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্য যশোর জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রোববার (০৩ আগষ্ট) সকালে নাগরিক ঐক্য যশোর জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং ইউএনও শারমিন আক্তার নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি সমাজকল্যাণমুখী যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য যশোর জেলা কমিটির আহ্বায়ক ফেরদৌস পরশ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সদস্য সবুজ হোসেন, টুটুল হোসেন ও সাঈদ বিন রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নাগরিক ঐক্য যশোর জেলার নেতৃবৃন্দ জানান, মধ্যমপন্থা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আদর্শকে ধারণ করে, জননেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গঠিত নাগরিক ঐক্য যশোর জেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। যশোর জেলাকে আদর্শজেলা হিসাবে গড়ে তুলতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে জানান।

