রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর জেলা শ্রমিক লীগ নেতা পান্নু ও সুমন আটক, নাশকতা মামলায় চালান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি রোববার রাত সাড়ে ১১ টায় রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, আসামিরা তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ৪ আগস্ট বিএনপি পার্টি অফিসের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে এই দুই জনের জড়িত থাকার বিষয়টি তারা প্রমাণ পেয়েছে। তাদেরকে এ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে সুমন আজ একটি টেন্ডারে অংশ নিতে পৌরসভায় যান। সেখানে উপস্থিত থাকা ছাত্রজনতা তাকে ধরে ডিবি পুলিশের হাতে সোপর্দ করেছে।

আরো পড়ুন

সর্বশেষ