শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর পল্লীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ খুন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের নালিয়ায় খালপাড়া নামকস্থানে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় খাল পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী শাহীনকে আটক করেছে।
নিহত সালেহ আহমেদ সদর উপজেলার নালিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি’র ওসি রুপণ কুমার সরকার জানান, আজ সকাল ১১টার দিকে সালেহ আহমেদ নালিয়া খাল পাড়ে মাছ ধরতে যান। এসময় দাইতলা গ্রামের মনসুর আলী ছেলে শাহীন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় । এতে তিনি গুরুতর আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত শাহীনকে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ