নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরপার্ক থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
পুলিশ জানায়, ওই নারী পৌরপার্কের ওভারব্রিজে থাকতেন অধিকাংশ সময়। সোমবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন তারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

