শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর শহরে ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরো খবর

ববি কুমার অধিকারী (অয়ন):যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা। সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পৌরসভার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ।

জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দান, কালেক্টরেট চত্বর, দড়াটানা মোড় এবং বকুলতলা এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। বুলডোজারের মাধ্যমে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে খেলাধুলার ও ফুলের দোকানের আশপাশে গড়ে ওঠা অতিরিক্ত স্থাপনাগুলো।

পৌর ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ জানান, যশোর শহরের ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করতেই এই অভিযান চালানো হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

 

আরো পড়ুন

সর্বশেষ