নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরে আদর্শ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মাননার আয়োজন করে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষক সম্মাননায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৮ জন শিক্ষককে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক তারাপদ দাস, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মশিউল আযম,মাগুরার গাংনী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফসারউদ্দিন মৌলভী, ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মানিক দত্ত, মতিউর রহমান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ঝিারগাছার বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কুষ্টিয়ার মিরপুর আটিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক খেলাফত হোসেন এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না মিত্র।

