যশোর: যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যানচাপায় পাঁচজন নিহতের ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন (২৩) ও হেলপার আনোয়ার হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।মনিরামপুর থানা পুলিশ আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ থেকে তাদের আটক করেন। আটক চালক আলমগীর কবির নেত্রকোনা জেলার মোবারকপুর উপজেলার আটপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। হেলপার আনোয়ার হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর সকাল ৮টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান বেগারিতলায় পাঁচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এঘটনায় পাঁচজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়।এসময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আটক করে মণিরামপুর থানায় আনা হয়েছে।#

