নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে যানজট নিয়ন্ত্রণ, ময়লা আর্বজনা পরিস্কারসহ পরিবেশ সুরক্ষায় রাস্তায় নেমেছেন ছাত্ররা। সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ স্কাউটের ছেলে-মেয়েরাও।
তারা রীতিমত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শহরের মণিহার চত্বর, দড়াটানামোড়, চিত্রামোড়সহ বিভিন গুরুত্বপর্ণ স্থানে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে যানজট নিয়ন্ত্রন গুরুত্বপুর্ণ ভুমিকা পালক করছেন। এর পাশাপাশি তারা ময়লা আর্বজনা পরিস্কার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চত করনে কাজ করছেন।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, ছাত্ররা রীতিমত ট্রাফিক পুলিশের মত লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। যা দেখে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা এ কাজের প্রশংসা করেছেন অল্প বয়সি শিক্ষার্থী ছেলেমেয়েদের।

