যশোর: যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেতন ও অন্যান্য ফি নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির ডাক দেন। মঙ্গলবার সকালে কর্মসূচি শুরুর আগে কলেজ কর্তৃপক্ষ আন্দোলনকারিদের ডেকে মিটিংয়ে বসেন। মিটিংয়ে আগামী পহেলা জানুয়ারিতে বেতনসহ অন্যান্য ফি বিষয় নিয়ে গভেনিং বডি নতুন সিদ্ধান্ত নিবেন বলে সাংবাদিকদের জানান আন্দোলনকারি শিক্ষার্থীরা।
কর্মসূচি ডাক দেওয়া শিক্ষার্থী জিসান সাজ্জেদ রুবায়েত ও রায়হান কিবরিয়া জানান, ‘সকালে মানববন্ধন করার জন্য ব্যানার নিয়ে শিক্ষার্থীরা কলেজের প্রাঙ্গনে উপস্থিত হয়। কর্মসূচির আগে কলেজ কর্তৃপক্ষ আমাদের ডেকে মিটিংয়ে বসেন। মিটিংয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আহসান হাবীব শিক্ষার্থীদের কথা শোনেন। মিটিংয়ে শিক্ষার্থীরা ৬ দফা দাবি করেন। বোর্ড চেয়ারম্যান সমাধানে প্রতিস্তুতি দেন। আগামী ২ জানুয়ারি পরে নতুন করে ভর্তি ফি ও বেতনের নির্ধারণ করে নোর্টিশ দেওয়া হবে বলে জানান।’
শিক্ষার্থীদের ছয় দফা দাবি, গত বছরের ভর্তি টাকার মাধ্যমে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই গুলো বাস্তবায়ন হয়নি। সরকারি নাম ব্যবহার করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। করোনাকালিন সময়ে একাদশ শ্রেণির কার্যক্রম বন্ধ ছিলো, ওই সময়ে একাদশ শ্রেণীতে ভর্তিকালিন অর্থ ব্যয়ের সুস্পষ্ট হিসাব দিতে হবে। ক্লাস না হওয়া সত্বেও পূর্ণ বেতন কেন দেয়া লাগবে। এছাড়াও ভর্তির টাকা ৭৫%-৮৫% কমিয়ে পূনরায় নোর্টিশ দেওয়া দাবি জানান শিক্ষার্থীরা।
