শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর সীমান্তে ভারতীয় নাগরিক আটক, মাদকসহ চোরাচালানি পণ্য উদ্ধার

আরো খবর

শেখ সেলিম, বেনাপোল প্রতিনিধি:
যশোর সীমান্তে ফের সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় এক ভারতীয় নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৪৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর, আন্দুলিয়া ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। অভিযানে বিদেশি মদ, ভারতীয় রুপি, মোবাইল ফোন, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, খাদ্যসামগ্রী, ভারতীয় ওষুধ ও চায়না দোয়ারী জালসহ বিপুল পণ্য উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় চার লাখ চব্বিশ হাজার পাঁচশ চৌদ্দ টাকা।

অভিযানে আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম অমলেশ মন্ডল (পিতা: শ্যামল মন্ডল)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার ফলে এসব চক্র অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।”

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে এবং অন্যান্য জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ