শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী পণ্য জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল শাহজাদপুর ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৯ হাজার ১০০ টাকা।

 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ