নিজস্ব প্রতিবেদক:যশোর সেনানিবাসে শুরু হয়েছে সাতদিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। আজ রোববার বিকেল ৩টায় বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন যশোর সেনা নিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম। এছাড়া উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাস ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি অতিথিদের নিয়ে প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন।
আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে এ সমরাস্ত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেনের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, যশোর সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র রাখা হয়েছে।

