নিজস্ব প্রতিবেদক:
যশোর সেনা নিবাসে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার বিকালে সেনানিবাস স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যশোর সেনা নিবাসের জিওসি ও ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহম্মদ মাহবুবুর রশীদ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংসদ সদস্য অবসর প্রাপ্ত মেজর জেনারেল নাসির উদ্দিন এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপিসহ সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে কেক কাটা ও মুক্তি যেদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

