শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর–৫: বিএনপির টিকিট পেলেন শহীদ ইকবাল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর :যশোর–৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দফায় যশোরের ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র মনিরামপুরের প্রার্থী ঘোষণা না হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে কৌতূহল ও আলোচনার ঝড় ওঠে। পরে মনোনয়ন প্রত্যাশী নেতারা ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে একাধিক বৈঠকে অংশ নেন এবং সেখান থেকে ফিরে মাঠে সাংগঠনিক তৎপরতা আরও বাড়ান।
এসময় অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনও ধানের শীষের পক্ষে ভোট চাইতে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যান। অবশেষে বৃহস্পতিবার বিকেলের ঘোষণার মাধ্যমে তার প্রার্থিতাই দলীয়ভাবে নিশ্চিত হয়।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মনিরামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতারা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই পুরো উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি ও প্রচারণা শুরু করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ