শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর-৫ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী বদল,মণিরামপুরে বিক্ষোভ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে ১২ দলীয় জোটের সমঝোতার ভিত্তিতে তাকে এ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
জানা যায় , ১২ দলীয় জোটের শরিক হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ইসলাম ও দেশের জন্য তার পিতার অনন্য অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে যশোর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তার বাবার দেখানো পথে মনিরামপুরের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তবে একই দিনে এ মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে যশোরের মনিরামপুরে বিএনপির একটি অংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এম ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করে জোটের প্রার্থী হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন এম  ইকবাল হোসেনের সমর্থকেরা।
বুধবার বিকাল ৫টার দিকে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”—সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের দাবি, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তারা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে বিএনপি যশোর-৫ ছাড়াও আরও সাতটি আসনে শরিক দলগুলোর জন্য প্রার্থী ছাড় দিয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে—বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

 

আরো পড়ুন

সর্বশেষ