সিদ্দিকুর রহমান,কেশবপুর (যশোর):
যশোর -৬(কেশবপুর) আসনে গতকাল মনোনয়ন পত্র জমাদানের দিনে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর পক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ও এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান। প্রার্থীরা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হোসেন বলেন, যশোর -৬ আসনে তিন জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

