রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তরিকুল ইসলাম আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায়  যাবজ্জীবন সাজাতে প্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪০) আটক করেছে যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার সকালে যশোর শহরের মনিহার এলাকা থেকে তরিকুল ইসলামকে  আটক করা হয় বলে ‍্যাবের পক্ষ থেকে মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নেসারুদ্দিনের ছেলে।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নড়াইল জেলার কালিয়া থানার গত ২০১২ সালের একটি মাদক মামলায়  জেলার বিজ্ঞ আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশস্ত্র কারদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 তরিকুল ইসলামকে২০১২ সালের, গত ২৮ ডিসেম্বর বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে আটক হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে নড়াইল জেলার কালিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী প্রায় চার মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। পরে বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।

আরো পড়ুন

সর্বশেষ