শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে: জেলেনস্কি

আরো খবর

ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার মার্কিন সফর শেষে এ কথা বলেছেন।

রোববার তিনি দুই দেশের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইউকরিনফর্ম জানিয়েছে, দৈনিক সান্ধ্যকালীন সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যৌথভাবে অস্ত্র উৎপাদনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে। এখন কল্পনা বাস্তবায়ন হবে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে।

এর আগে শুক্রবার সকালে প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, এটি ওয়াশিংটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর ছিল। একটি দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে যাতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করবে।

ইউক্রেন যতটা সম্ভব দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করেছে। কারণ ১৯ মাস যুদ্ধের ফলে এক হাজার কিলোমিটার সম্মুখ সারি বরাবর রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য অস্ত্র ও গোলাবারুদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ