শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুবদল নেতা খালেক হত্যার ১৩ বছর পর মামলা,ওসিসহ আসামি ১৩

আরো খবর

সুমন হোসাইন: যশোরের বেনাপোল পুটখালী ইউনিয়ন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল খালেক হত্যার ঘটনায় ১৩ বছর পর আদালতে মামলা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) যশোর আদালতে মামলাটি করেছেন তার ছেলে আহসান হাবীব। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগ আমলে নিয়ে পুলিশের দায়ের করা মামলাটির নথি ও সিডি তলব করে আগামী ২০ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

এর আগে ২০১২ সালের ৩ জানুয়ারি আব্দুল খালেক হত্যা ঘটনায় বেনাপোল পোর্টথানা পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। কিন্ত প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হলেও তার পরিবার বিচার না পওয়ায়। এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পরিবারের পক্ষ থেকে মামলা করতে ব্যর্থ হওয়ায় এখন মামলাটি করেন। এই মামলায় তৎকালীন ওসিসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানা এলাকার সহিদুলের ছেলে রেজাউল ইসলাম রেজা ও তার ভাই আজিজুল ইসলাম,জিয়াউর রহমান, আকবর সর্দারের ছেলে শাহাদৎ হোসেন, মোতালেব সর্দারের ছেলে কামাল হোসেন, আঃ মজিদের ছেলে তারিকুল ইসলাম, আবদুর ওয়াজেদ মান্দারের ছেলে আঃ রব, নারায়নপুর গ্রামের মৃত জব্বার আলী মুন্সির ছেলে ইয়াকুব আলী, মোতালেব সর্দারের ছেলে রিয়াজুল ইসলাম।

 

বেনাপোল পোর্ট থানার- সাবেক তদন্ত ওসি সৈয়দ লুৎফর রহমান, সাবেক এসআই আবুল কালাম আজাদ, সাবেক এসআই শিকদার মতিয়ার রহমান, ডিবির তৎকালীন এসআই আবুল খায়ের মোল্লা সহ অজ্ঞাত ৮ জন।

বাদী আহসান হাবীবের দাবি, স্থানীয় আসামিরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হত্যার কিছুদিন আগে উপরোক্ত আসামীগণ আমার পিতাকে হত্যা করিবার জন্য আমাদের বাড়ী ঘেরাও করে। এবং চাঁদা দাবী করে। সে সময় আমার পরিবারের লোকজন বেনাপোল পোর্ট থানায় অভিযোগ জানাইতে গেলে বিএনপির রাজনীতি করার কারনে কোন অভিযোগ গ্রহন করেন নাই। এবং চাঁদা না দেওয়ায় আমার পিতাকে হত্যা করা হয়েছে। উক্ত হত্যা ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের রক্ষার জন্য আমার পিতার হত্যা সংক্রান্তে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করিয়া থানায় অসত্য একটি এজাহার করেন। যাহার মামলা নং-১২, তাং-০৭/০১/২০১২ ইং।

মামলায় উল্লেখ করা হয়, ২০১২ সালের ৩ জানুয়ারি দুপুরে ব্যবসায়ী আব্দুল খালেক তার ছেলে মুন্নাকে বেনাপোল হাইস্কুলে ভর্তি করাতে যান। ছেলে ভর্তি শেষে কাছের একটি দোকানে বসিয়ে তিনি যশোর-বেনাপোল রোডের দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গেলে দুপুরে তার উপর হামলা চালিয়ে হত্যা করেন। হত্যা কান্ডে পুলিশ বাদে অন্য আসামিরা আব্দুল খালেককে ঘিরে ফেলেন। এবং রেজাউল, আজিজুল, ইয়াকুব ও জিয়াউর রহমান আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। রেজাউলের গুলি খালেকের ডান কান ভেদ করে বাম কান দিয়ে বেরিয়ে যায়। অন্য আসামিরা চারদিক ঘিরে সহযোগিতা করে। পরে তার মৃত্যু হয়।

অভিযোগে আরও বলা হয়, তৎকালীন বেনাপোল পোর্ট থানার এসআই আবুল কালাম আজাদ প্রকৃত আসামিদের রক্ষায় ২০১২ সালের ৭ জানুয়ারি নিজে বাদী হয়ে মনগড়া অভিযোগ এনে মামলা করেন। তার সাথে তদন্ত ওসিও জড়িত ছিলেন। এমনকি খালেকের পরিবারকে মামলা করতে দেওয়া হয়নি। পরে তদন্ত কর্মকর্তা এসআই শিকদার মতিয়ার রহমান ও জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল খায়ের মোল্লা আসামিদের বাঁচাতে ২০১৩ সালের ১৩ মার্চ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে করে প্রকৃত আসামিরা সকলেই ছাড় পেয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাদী বাবার হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ