শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা টাক মিলনসহ ৭ জন কারাগারে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় যশোরের যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, টাক মিলনকে ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস থেকে গত ১৯ ডিসেম্বর রাতে আটক করা হয়। পরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলার মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় তার সহযোগী মাসুদ আক্তার খান বাবু এবং যশোরে আটক আরও পাঁচজনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাসুদ আক্তার খান বাবু যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।

এ মামলায় আটক অপর আসামিরা হলেন যশোর সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের মোশাররফ হোসেন, শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার একটি বাসার ভাড়াটিয়া নড়াইলের লোহাগাড়া উপজেলার কলেজ রোড রথখোলা গ্রামের উজ্জল কুমার বিশ্বাস, যশোরের চৌগাছা উপজেলার কালীতলা পাড়ার বাসিন্দা ও চৌগাছা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিতাই কুমার সরকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্ষিতিবদিয়া গ্রামের জিএম আলাউদ্দিন দিনার এবং নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আড়পাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন টিটু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয় ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

 

এ ঘটনায় আটক সাতজনকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ