সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

রংপুর জেলা থেকে স্কুল ছাত্রী অপহরণের এক মাস পর যশোর থেকে উদ্ধার, দুই সহোদর গ্রেফতার

আরো খবর

বিশেষ প্রতিনিধি:রংপুর জেলার হারাগাছা থানাধীন অক্সফোর্ড ইন্টারন্যাশনায় গ্রামার স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী অপহরনের এক মাস পর ঝিকরগাছা থানার গুলবাকপুর গ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসটিম। এসময় অপহরণকারী দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রংপুর জেলার হারাগাছ থানার বানুপাড়া (শহিদ পাম্পের পশ্চিমে),হারাগাছ পৌরসভার ইউসুফ আলীর ছেলে শাহাজালাল ওরফে সানি ও সহোদর শাহিনমিয়া।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,গত ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টায় অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রী (১৫) হারাগাছ থানাধীন দালালহাট গ্রামস্থ সাজু মাষ্টারের বাসায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে ভিতরকুঠি মল্লিরপাড়া গ্রামস্থ ধুমনদী এলাকায় পৌছালে শাহাজালাল ওরফে সানি ও তার সহযোগীদের সহায়তায় জোরপুর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে রংপুর হারাগাছ থানায় অপহরণ সংক্রান্তে মামলা করেন।

উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বিষয়টি জেনে বুধবার দিবাগত গভীর রাত আড়াইটার সময় যশোরের ঝিকরগাছা থানাধীন গুলবাকপুর এলাকা থেকে অপহৃতাকে উদ্দার ও অপহরণ কারী উক্ত দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ও অপহৃতা কিশোরীকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন

আরো পড়ুন

সর্বশেষ