শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

আরো খবর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রতি মাসে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে। রমজান উপলক্ষ্যে এবার দুই কিস্তিতে এসব পণ্য এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রি কার্যক্রম টিসিবি শুরু করেছে। রমজান উপলক্ষে বৃহস্পতিবার তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পাঁচটি পণ্যের প্রথম কিস্তি বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তারা সুবিধামতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন।

উল্লেখ্য, রমজান উপলক্ষে দুই কিস্ততে দেশব্যাপী এককোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পাঁচটি পণ্যের প্রথম কিস্তি বিক্রি কার্যক্রম আজ শুরু হয়েছে। পণ্য পাঁচটি হলো চিনি প্রতিকেজি ৬০ টাকা দরে এক কেজি, মশুর ডাল প্রতিকেজি ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে দুই লিটার, ছোলা প্রতিকেজি ৫০ টাকা দরে এককেজি এবং শুধু ঢাকা সিটিতে খেজুর প্রতিকেজি ১০০ টাকা দরে এককেজি করে বিক্রয় করা হচ্ছে। পণ্যের দ্বিতীয় কিস্তি বিক্রি করা হবে আগামী মাসের প্রথম দিকে।

এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ