নিজস্ব প্রতিবেদক:যশোরে ৩২ মামলার আসামি রমজান হত্যা মামলার প্রধান আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে (২৫) আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সেই সাথে রমজান হত্যা মামলা আরো ৪ আসামিকে আটক করা হয়েছে। পিচ্চি রাজা ২১ মামলার আসামি।
আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগান পাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি নরমাল চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে।

আটক অন্য চারজন হলো, ৯টি মামলার আসামি বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন (২৮),৪টি মামলার আসামি চোরমারা দিঘিরপাড় এলাকার শাহ আলম মৃধার ছেলে শাওন ওরফে পটকে শাওন (২২), ৪টি মামলার আসামি খড়কী এলাকার কুদ্দুসের ছেলে ইবাদুল (২৫) এবং ৪টি মামলার আসামি রেলগেট কলাবাগান পাড়ার কানা বাসারের ছেলে তুহিন (২৮)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, গত ৮ মার্চ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর র্যাব আসামি আটকের তৎপর হয়। সে মোতাবেক রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের রায়পাড়া ইসমাইল কলোনী এলাকা থেকে শাওন ওরফে পটকে শাওন এবং ইবাদুলকে আটক করা হয়।
রাত পৌনে তিনটার দিকে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলা অন্যতম আসামি এবং অরেক চিহ্নিত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটু সুমনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার ভোর সোয়া ৫টার দিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা নামক স্থান থেকে আসামি তুহিনকে

