মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুর রাজগঞ্জে এক হতদরিদ্র পরিবারকে ভ্যান ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। সম্প্রতি রাজগঞ্জ বাজার থেকে হতদরিদ্র জাকাত আলীর একমাত্র ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। সেই থেকে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন।
বিষয়টি এস এম ইয়াকুব আলীকে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার জানান। এরপর বুধবার সকালে এস এম ইয়াকুব আলীর পক্ষে রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক আবু সাইদের মাধ্যমে পরিবারের সদস্যের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

