শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ ৫ পরিবার

আরো খবর

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার পল্লীতে বহুপুরাতন একটি গ্রামের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এতে সেখানে বসবাসরত ৫টি পরিবার দীর্ঘ প্রায় একমাস অবরুদ্ধ হয়ে রয়েছেন।

সূত্রমতে, উপজেলার বন্যাকবলিত মশ্মিমনগর ইউনিয়নের চাকলা মহলদারপাড়া থেকে রাজগঞ্জ খোরদো প্রধান সড়ক পর্যন্ত প্রায় ৫০০মিটারের এ রাস্তাটি ওই গ্রামে বসবাসকারি পাঁচটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা। সম্প্রতি ওই গ্রামের প্রভাবশালী একটি মহল এ রাস্তাটি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত সমস্যা সমাধানে কোন উদ্যোগ গ্রহন করেননি বলে ভুক্তভোগিদের অভিযোগ।

 

সরজমিনে বন্যাকবলিত মশ্মিমনগর ইউনিয়নের চাকলা মহলদারপাড়ায় গিয়ে ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়, ওই গ্রামের আব্দুস সামাদ, কিতাব আলী, মশিয়ারসহ আরো অনেকে রাজনৈতিক শত্রুতার জেরধরে প্রতিপক্ষকে হেনস্থা করতে বহু পুরাতন এ যাতায়াতের পথটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। ফলে ওই গ্রামের বসবাসকারি পাঁচটি পরিবার ও তাদের ছেলে মেয়ে প্রায় একমাস জিম্মি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

 

ভুক্তভোগী আনছার আলী (৭০) ছবিরন বেগম (৯০) ও জবা বেগম (৫৫) জানান, এই রাস্তা দিয়ে তাদের পূর্ব পুরুষ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যাতায়াত করে আসছেন। কিন্তুু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী একটি মহল রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় বাইরে যেতে বা হাট বাজার করতে পারছেন না তারা। সেই সাথে সাইকেল ভ্যান বা মটরসাইকেল ভিতরে ঢুকতে পারছেনা। পাশাপাশি তাদের ছেলে মেয়েরাও সময় মত স্কুল কলেজে যেতে পারছেনা বলে দাবি করেন ভুক্তভোগি এ পরিবারগুলো।

 

 

ওই গ্রামের মৎস্য ব্যবসায়ী আনছার আলী (৭০)জানান, দীর্ঘদিনের য়াতায়াতের এ পথটি স্থানীয় প্রভাবশালী একটি মহল জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। যে কারণে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবন-যাপন করছেন তারা। কাঁটাতারের বেড়া দেওয়া ব্যক্তিরা অনেক প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ করতে সাহস পাচ্ছি না বলে জানান এ মৎস্য ব্যবসায়ী।

 

 

এব্যাপারে জমির মালিকানা দাবি করে আব্দুস সামাদ জানান, জমিটা তার খালার নিকট থেকে ক্রয়কৃত। তারা গ্রামবাসীকে সাথে নিয়ে আমিন দিয়ে কয়েকদফা মেপে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। ফলে তার ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা দেওয়ার প্রশ্নই ওঠেনা বলে জানান জমির এ মালিক।
মশ্মিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন জানান, বিষয়টি নিয়ে উভয়পক্ষকে আমিন ডেকে মেপে ঠিক করে নেয়ার জন্য বলা হয়েছে।

 

গ্রামবাসীর যাতায়াতের একমাত্র পথটি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করা আদৌ ঠিক হয়নি। জমি মেপে মানুষ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন

সর্বশেষ