সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে কারেন্ট জাল ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ভ্র্যাম্যমান আদালতের জরিমনা আদায়

আরো খবর

 

জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এক কারেন্ট জাল ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমনা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে মনিরামপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে পরিচালিত হয় এ ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বাজারের কয়েকজন কারেন্ট জাল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপন করে ।
গত ২৭ জুলাই বিকালে রাজগঞ্জ বাজারে উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃতে ভ্রম্যমান আদালত পরিচালিত হয়। এসময় বাজারের গুড় পোট্রিতে কারেন্ট জাল ব্যবসায়ী ফজর আলীর মেসার্স আলিফ ষ্টোরে অভিযান চালিয়ে প্রায় ৩০হাজার টাকার কারেন্ট জাল আটক করে। এসময় ব্যবসায়ী ফজর আলীকে না পেয়ে তার ছেলে আলিফ হোসেনকে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা আইনের ৪এর ক অনুচ্ছেদের ৫(২) ধারা অনুযায়ী ৫হাজার টাকা জরিমনা আদায় করা হয় বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান উপস্থিত সাংবাদিকদের জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, তন্ময় চক্রবর্তী মৎস্য সম্প্রসারন কর্মকর্তা, ফয়সাল হোসেন ক্ষেত্র সহায়ক কর্মকর্তা ও আলোক কুমার মল্লিক ক্ষেত্র সহকারি অফিসার, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ এবং রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল হক নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আটককৃত কারেন্ট জাল সকলের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ