সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে বিনামূলে ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প

আরো খবর

 

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জ প্রধান কার্যলয়ের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকালে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ বিশিষ্ট সমাজসেবক ডা. গোলাম মোক্তাদির এমবিবিএস।
এসময় উপস্থিত ছিলেন এবিএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হক তুহিন, রাজগঞ্জ আঞ্চলিক ইউনিট ম্যানেজার সমাজসেবক ডা. খলিলুর রহমান নেংগুড়াহাট ইউনিট ম্যানেজার আতাউর রহমান ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ওসমান গণি প্রমূখ। দিনব্যাপি চলা এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বৃহত্তর চালুয়াহাটি ইউনিয়নের ৬শ ৫৩জন রোগীকে চিকিৎসা সেবা হয়। সেই সাথে তাদের ফ্রি ঔষধও দেয়া হয়।
চিকিৎসা সেবা নিতে আসা আটঘরা গ্রামের পারুল বেগম, লক্ষনপুর গ্রামের রেশমা বেগম, রতেœশ্বরপুর গ্রামের রেহেনা বেগম, চালুয়াহাটি গ্রামের তহমিনা বেগম, রতনদিয়া গ্রামের নেছারুন নেছা ও চালুয়াহাটি গ্রামের আনিছুর রহমান জানান, নানা রোগে আক্রান্ত হয়ে তারা এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছে। এখানে সকল রোগের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে তারা খুবই খুশি বলে জানান।
এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হক তুহিন সাংবাদিকদের জানান, বৃহত্তর মনিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের বন্যাকবলিত এ সকল ইউনিয়নের গরীব, অসহায়, দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার মানউন্নয়নে তার এ পথ চলা। মানব কল্যাণে তার এ প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ