শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জন আহত

আরো খবর

 

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার
রাজগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। নারী ও শিশুসহ ১৪জন
কমবেশি আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে পুলেরহাট
রাজগঞ্জ সড়কের হানুয়ার গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ ফেব্রুয়ারি সকালে যশোর থেকে ছেড়ে
আসা সীমান্ত পরিবহনের টাঙ্গাইল জ- ০৪০১৫৮ নম্বরের একটি বাস যাত্রী
নিয়ে রাজগঞ্জে আসছিল। পথিমধ্যে রাজগঞ্জ পুলেরহাট সড়কের হানুয়ার
গ্রামের মানিকগঞ্জ ঈদগাহ কাছে পৌছালে হঠাৎ করে বাসটির চাকা
ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঈদগাহর সাথে ধাক্কা
লাগে। এতে ঘটনাস্থলেই নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪জন আহত হন।
আহতদের দ্রুত রাজগঞ্জের বিভিন্ন কিনিকে ভর্তি করা হয় এবং
১২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে মারাত্মক
আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কলারোয়া উপজেলার খোলশি
গ্রামের মৃত ছিয়ামুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) তার ৬ বছরের
ছেলে হুসাইন, ঝাঁপা গ্রামের আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম
(৫০) ও হায়দার আলীর ছেলে মোশারফ হোসেন (৫৫) ষোলখাদা গ্রামের
ছায়েদ আলীর ছেলে সফিয়ার রহমান (৪০) মশ্মিমনগর ইউনিয়নের
হাজরাকাটি গ্রামের প্রবাসী আল-আমিন হোসেনের স্ত্রী পারভীনা
বেগম (২৫) ও চাকলা গ্রামের সদর আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)
যশোর সদর চাঁচড়া ইউনিয়নের রেলগেট এলাকার সাইদুর রহমান (৩৪)
কেশবপুর উপজেলার ত্রিমোহনী এলাকার শুকুর আলী (৬৫)ও বাস চালক
সুলতান (৬০)।আহতদের মধ্যে থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য

মনিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে বিষয়টি
নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শি আহম্মদ আলী।

 

আরো পড়ুন

সর্বশেষ