শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে সরকারি রাস্তা দখল করে দোকান, ৭দিনের নোটিশ ৪ বছরেও কার্যকর হয়নি

আরো খবর

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার বানিজ্যিক শহর রাজগঞ্জ বাজারে প্রায় ৩যুগ ধরে জেলা পরিষদের ক্রয়কৃত সড়কের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে দখলকারিরা। সরকারের সম্পদ দখল মুক্ত রাখতে কর্তৃপক্ষের দেওয়া ৭দিনের নোটিশ ৪বছরেও কার্যকর হয়নি। ফলে ভুক্তভোগী এলাকাবাসী বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছেন, মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে বাজারের চৌ-রাস্তা মোড় হয়ে মোবারকপুর ব্রীজ পর্যন্ত প্রধান সড়কটি সোঁজা করার জন্য ১৯৬২ ও ১৯৬৩ সালে হানুয়ার ও মোবারকপুর মৌজা থেকে তৎকালিন সরকার যশোর জেলা বোর্ডের মাধ্যমে ১৫.৮৫ একর জমি অধিগ্রহন করেন। যার এসএ খতিয়ান নং-২ ও আরএস খতিয়ান নং-৩। অধিকগ্রহনকৃত ওই জমির প্রস্থ ছিল ৬০ফুট।

পরবর্তীতে সরকারের ক্রয়কৃত এ জমির উপর দিয়ে প্রথমে কাঁচা ও পরে পাঁকা সড়ক নির্মিত হয়। পাঁকা সড়ক নির্মানের জন্য ব্যবহ্নত হয় মাত্র ৩০ফুট জায়গা। আর অবশিষ্ট ৩০ফুট জায়গা প্রধান এ সড়কের হালট হিসেবে সংরক্ষিত থাকে। এরপর ১৯৯০ সালে মাঠ জরিপের সময় পূর্বের মালিকগন জরিপ অফিসারকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সরকারের ক্রয়কৃত ওই ৬০ফুট সম্পত্তির মধ্যে থেকে হালটের ৩০ফুট জমি নিজেদের সিমানার মধ্যে অর্ন্তভূক্ত করেন এবং সেই মোতাবেক রেকর্ড করে নেন।

 

বিগত ৩৫-৩৬ বছর ধরে রাস্তার দু’পাশে জেলা পরিষদের সরকারি জায়গায় গড়ে উঠেছে কমপক্ষে ২শ থেকে আড়াইশ দোকান ও স্থাপনা। অবৈধ দখলদারদের অধিকাংশই নিজে ব্যবসা করছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়েছেন। প্রায় ২শ বছরের পুরাতন এ বাজারের আশপাশের এলাকায় দিনদিন জনবসতি বৃদ্ধি পাওয়ায় রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকে তীব্র যানজোট। ২০২৪ সালে পুলেরহাট থেকে রাজগঞ্জ হয়ে কুমিরা পর্যন্ত প্রধান এ সড়ক নির্মাণের কাজ চলমান থাকায় চরম ভোগান্তিতে রয়েছে এ সড়কে চলাচলরত কয়েকলাখ মানুষ।

 

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারি জায়গা দখলমুক্ত করতে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণের জন্য অবৈধ দখলদারদের কয়েকদফা নোটিশ দেয়া হয়েছে। যার স্মারক নং জেপয/রাজস্ব/জমি উচ্ছেদ/উ-১.২(২০১৩)-১৩৩ তারিখ ২৮-০৫-২০২০ বঙ্গাব্দ। কিন্তুু ৭ দিনের সেই নোটিশ ৪ বছরেও কার্যকর না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগী এলাকাবাসীসহ সড়কে চলাচলরত সাধারণ পথচারি।
রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ হইতে মেবারকপুর ব্রীজ পর্যন্ত প্রধান এ সড়কটি দিনদিন ছোট হওয়ায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। কারন বাজার সংলগ্ন তিনটি কিন্ডার গার্ডেন, একটি কলেজ, দু’টি মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি বালিকা বিদ্যালয়সহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

 

আর এ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে তিনহাজার কোমলমতি শিক্ষার্থী রয়েছে। কোমলমতি এ শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুতই রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচল ও মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করা প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগি এলাকাবাসীসহ স্থানীয় নাগরিক সমাজ।
এদিকে জেলা পরিষদের সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ২০২৩সালের এপ্রিল মাসে সরজমিনে মাপজোপ করে সিমানা নির্ধারণ করেছেন। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানানো হলেও এখনও পর্যন্ত তার কিছুই হয়নি। তবে এর আগে কয়েকদফা সরকারি এই সম্পত্তি অবৈধ দখলদাররা বন্দোবস্ত নিতে কাগজপত্র সংশিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। কিন্তুু এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া মেলেনি বলে জানা গেছে।

এব্যাপারে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান জানান, অবৈধ দখলদারদের কয়েকদফা নোটিশ দেয়া হয়েছে। এখন আর কোন নোটিশ নয়। দ্রুত সময়ের মধ্যে সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ