শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

আরো খবর

রাজগঞ্জ (যশোর) অফিস: স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। শুক্রবার বিকালে অনশনকালে এ নারী বলেন বিয়েসহ দাবি মেনে না নেয়া হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা মোড়লপাড়া গ্রামে।

 

এদিন সকাল থেকে প্রতারক প্রেমিক রিপন বাড়িঘরে তালা ঝুলিয়ে স্বপরিবারে পালাতক রয়েছে।
এলাকাবাসি ও ভুক্তভোগি সূত্রে জানা যায়, ১০ বছর পূর্বে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে বুশরা বেগমের সাথে মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি মোড়লপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহিনুরের সাথে বিয়ে হয়। বর্তমানে এ দম্পত্তির ঘরে আল-আমিন নামের ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর পূর্বে ভাগ্যন্বষনে মালয়েশিয়া পাড়ি জমান।

 

 

স্বামী মালয়েশিয়া যাওয়ার পর থেকে একই গ্রামের আব্দুর রশীদের ছেলে রিপন হোসেন বুশরাকে নানা সময় কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। একপর্যায় রিপনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুশরার। এরই জেরধরে রিপন বুশরাকে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। গত ১২ মার্চ রিপন তার নিজ বাড়িতে অবৈধ মেলামেশার সময় গ্রামবাসী তাদেরকে হাতে নাতে আটক করে। পরে সাবেক এক ইউপি সদস্য’র উপস্থিতিতে উভয় পরিবারের কাছে এ কপোত কপোতিকে জিম্মায় দেওয়া হয়।

 

 

১৪মার্চ সকালে রিপন বুশরাকে বিয়ে করবে বলে তাদের বাড়িতে আসতে বলে। এদিকে বুশরা আসার খবরে রিপনসহ তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। উপায় না পেয়ে এক সন্তানের এ জননী বিয়ের দাবিতে প্রেমিক রিপনের বাড়িতে অনশন করে আসছেন। স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে তুলে নিতে হবে, অন্যথায় প্রেমিক রিপনের বাড়িতেই সে আত্মহত্যা করবে বলে জানান বুশরা। তবেএ রিপোর্ট লেখা পর্যন্ত অভুক্ত বুশরা প্রেমিক রিপনের বাড়িতে অনশনরত অবস্থায় পড়ে রয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ