শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা 

আরো খবর

 আরিফুল ইসলাম, মনিরামপুর :
মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সাফল্যের পথচলার অন্যতম নেপথ্য কারিগর, প্রধান শিক্ষক এ কে এম ইউনুস আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানালেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী।
বিদ্যালয়ের হলরুমে সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল (তুষার)। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নুর ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—সিলেট ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , ঝাঁপা ইউনিয়নের প্রশাসক রেজাউল হক, রাজগঞ্জ মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, মশ্বিমনগর কলেজের অধ্যক্ষ শওকত আলী, রাজগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম ফারুক, রাজগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ কপিল উদ্দিন আহমেদ, খাটুরা মধুপুর কায়েমখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বজলুর রশিদ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান, ছলিমপুর ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল বাশার, ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হোসেন ও মফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুল সাত্তার, ডাঃ  পরিমাল সাধু, বিশিষ্ট কবি হোসেন আলী, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন, এ এস আই হাফিজুর রহমান, মনিরামপুর ক্লাবের সভাপতি মজনুর রহমান, প্রেসক্লাব রাজগঞ্জের সাধারণ সম্পাদক জি,এম ফারুখ হুসাইন, মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আসাদুজ্জামান রয়েল, রাজগঞ্জ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ রাজগঞ্জ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে এ কে এম ইউনুস আলমের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, তার হাত ধরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তার অবসর বিদ্যালয়ের জন্য যেমন শূন্যতা সৃষ্টি করবে, তেমনি এলাকাবাসীর জন্যও এটি এক আবেগঘন মুহূর্ত।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। পরে একটি সুসজ্জিত প্রাইভেট কারে তাকে বিদ্যালয় থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের চোখে অশ্রু, কণ্ঠে কান্না—পুরো পরিবেশকে আবেগে ভাসিয়ে দেয়। দীর্ঘ কর্মজীবনের এই বিদায় মুহূর্তটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ