শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো খবর

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গাঁজাসহ মোঃ মাহমুদ হাসান(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে  উপজেলার গিলাতলা বাজারস্থ গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাহমুদ হাসান মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের পুত্র।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, মাদকের একটি চালান নিয়ে গিলাতলা বাজারে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় গিলাতলা বাজারের নৈশ প্রহরী, বাজার কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় ৯শত গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। মোঃ মাহমুদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ