শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

আরো খবর

জেলা প্রতিনিধি, বাগেরহাট:বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে  সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সুমন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের মোশারেফ মল্লিকের পুত্র।
(১৮ জুলাই) মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত আসামি সুমন জিয়লমারী এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার  অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান  সুমন একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে অনেকদিন পলাতক ছিল। গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ