বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানালেও এক্ষেত্রে নীরবতা দেখিয়েছে চীন। এ ছাড়া রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুতে শনিবার গ্রুপ অব টুয়েন্টি (জি২০) জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সভাপতি হিসেবে ভারত আলোচনার টেবিলে যুদ্ধের প্রসঙ্গ উত্থাপনে অনাগ্রহী ছিল। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে জোর দিয়ে জানায়, নিন্দা প্রস্তাব যুক্ত না থাকলে তারা কোনো প্রস্তাবে সমর্থন দেবেন না।
বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘রাশিয়া বিরোধী’ পশ্চিমা দেশগুলো জি২০-কে ‘অস্থিতিশীল করে তুলেছে’।

