একাত্তর ডেস্ক: রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন, তা ঠিক করার ভার দলীয় প্রধান শেখ হাসিনাকে দিয়েছে মতাসীন দলটির সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদীয় কমিটির সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
রাতে সংসদ ভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে দায়িত্ব দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে সংসদীয় কমিটি।”
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত বলা চলে।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদে পরো ভোটে। সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দেন। ৩৫০ আসনের সংসদে আওয়ামী লীগের সদস্য এখন ৩০৫।
টানা দুই বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. আবদুল হামিদ এবার বঙ্গভবন থেকে বিদায় নিতে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী, দুই বারের বেশি রাষ্ট্রপ্রধানের পদে থাকার সুযোগ নেই।
তার উত্তরসূরি নির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ফেব্রুয়ারি।
এদিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কয়েকজনের নাম কিছু দিন ধরেই সংবাদ মাধ্যমে আলোচনায় রয়েছে।
এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নাম।

