প্রেসবিজ্ঞপ্তি: যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে বিকাল তিনটায় সদর উপজেলার রুপদিয়া বাজারে অসহায় মৎস্য জীবী, মাছ চাষী ও জেলে দের মাঝে খাদ্য সামগ্রী, স্যালাইন ও হাত ধোঁয়া সাবান বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, জেলা মৎস্য জীবী লীগ নেতা ইমাম হোসেন, হাজী সাদেক, মশিয়ার রহমান, লাবলু মিয়া, নরেন্দ্র পুর ইউনিয়ন মৎস্য জীবী লীগের আহবায়ক অকিল উদ্দিন, মিজানুর রহমান ভুট্টাে, রেজাউল করিম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক মতবিনিময় সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মো আবু তোহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্য জীবী ও জেলে দের কল্যানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তাঁর ধারাবাহিকতায় মৎস্য জীবী ও জেলেদের ভাগ্যের উন্নয়ন ঘটছে। উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করতে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

