শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রূপসী ম্যানগ্রোভ ঘুরে গেলেন বিচারপতি মুজিবুর রহমান মিঞাঁ

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: সুন্দরবনের আদলে গড়ে তোলা রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান মিঞাঁ। শনিবার বেলা ১২টায় স্বপরিবারে তিনি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় বিচারপতি মো. মুজিবুর রহমান মিঞাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম এবং দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার। দুপুর পর্যন্ত ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি অবলোকন করেন তিনি। এসময় পর্যটন কেন্দ্রটির মনোমুগ্ধকর পরিবেশ এবং কোলঘেষে বয়ে চলা স্রোতস্বীনি ইছামতি নদীর সৌন্দর্যে মুগ্ধ হন তিনি। পরে উপজেলা প্রশাসনের আতিথেয়তা গ্রহণ শেষে মোজাফফর গার্ডেনে মধ্যহ্নভোজে যোগ দিতে রওনা হন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ