প্রেসবিজ্ঞপ্তি: শনিবার রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের উদ্যোগে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায় মানিক স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া ইউনিয়নসহ আশপাশের দুই থেকে তিনটি গ্রামের শীতার্ত মানুষের মাঝে তীব্র শীত থেকে কিছুটা সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় মোট ২০০ পিস কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান কামরুল হাসান সোহেল, রিপ সার এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ও পাস্ট প্রেসিডেন্ট আজিজুর রহমান রনি, ক্লাব সেক্রেটারি শেখ নাজমুস সাকিব তপু, চার্টার্ড প্রেসিডেন্ট শাহেদ আলী, পাস্ট প্রেসিডেন্ট আতিয়ার রহমান, ক্লাব সদস্য মনির হোসেন, সাংবাদিক সাজেদ রহমান, রায় মানিক স্কুলের অধ্যক্ষসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

