কেশবপুর প্রতিনিধি: রোববার কেশবপুরের ভালুকঘর আজিজিয়া ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসার প্রয়াত ভাইস প্রিন্সপাল আব্দুল হাই সিদ্দিকীর চতুর্থ মৃত্যু বার্ষিকী। ২০২০ সালের ৪ টা আগষ্ট রাত ৮ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি প্রথমে পেটের পীড়া এবং পরে শ^াস কষ্ট ও স্ট্রোকে আক্রান্ত হন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আব্দুল হাই স্মৃতি পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার স্মরণ সভা দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মাওলনা আব্দুল হাই মৃত্যুর আগ পর্যন্ত ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন।
ধর্ম ভিরু আব্দুল হাই অত্র এলাকায় স্বনামধন্য আলেম হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি হাদিস কোরান ও ফিক্হা এবং মানতেক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ইসলামের যে কোন জটিল প্রশ্ন তিনি সহজভাবে দলিল দিয়ে উত্তর দিতে পারতেন।
তাঁর ২৮ বছরের শিক্ষা জীবনে কয়েক হাজার ছাত্র ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

