শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রোববার যশোরে গণশুনানি, সরাসরি শুনবেন দুদক চেয়ারম্যান

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানকে মুখরিত করে আজ রোববার ২৬ অক্টোবর সকাল থেকে শুরু হবে গণশুনানি। যশোর দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজনে ও যশোর জেলা প্রশাসন,যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন যশোরে গণশুনানি অনুষ্ঠিত হবে।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ সরাসরি গ্রহন করবেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।ঘুষকে না,অর্থ পাচারকে না,অর্থ আত্মসাতকে না,দুর্নীতিকে না, অবৈধ সম্পদকে না, জালিয়াতিকে না ও ক্ষমতার অপব্যবহারকে না শ্লোগানে শিল্পকলা একাডেমিকে সাজানো হয়েছে অন্য সাজে।

 

গত এক সপ্তা পূর্ব থেকে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,যশোরে আয়োজনে যশোর শহরসহ বিভিন্ন ৬টি স্থানে বুথ স্থ্াপন করে দুর্নীতিবাজদের গণশুনানিতে অংশগ্রহনের জন্য অভিযোগ গ্রহন করা হয়েছে। যশোর সদর উপজেলায় অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ,দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলো ধরুন আহবান জানানো হয়।

খোঁজ নিয়ে জানাগেছে, দুদকের এই কর্মসূচী ঘোষনার পর যশোর শহর ও শহরতলীতে গড়ে ওঠা বিভিন্ন সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা একেবারে নিশ্চুপ হয়ে যান।

তারা দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে যাতে প্রশ্নে সম্মুখিন না হন তার জন্য একেবারে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে,সরকারি ও আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গণশুনানিতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে গণশুনানিতে অংশ গ্রহন করে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে সেই প্রতিষ্ঠানের প্রধানকে তার জবাব দিতে হতে পারে বলে সূত্রগুলো বলেছেন।

সূত্রগুলো দাবি করেছে, যশোরে দুর্নীতিগ্রস্থ অফিসের তালিকায় রয়েছেন যে সব প্রতিষ্ঠান তারা চিহ্নিত। তাদেরকে এই শহরের মানুষ চেনেন। তাদের দুর্নীতি কর্মকান্ড প্রকাশ হওয়ার দিন আজ । সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে মানুষ সেবা গ্রহনের আশায় যান অথচ সেখানে কিভাবে ঘুষ বাণিজ্যের শিকার হন সে ধরনের অভিযোগ আজ প্রকাশ্যে তুলবেন ভূক্তভোগিরা। গণশুনানিতে দুর্নীতিগ্রস্থ সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্নধারগণ উপস্থিত থাকার কথা রয়েছে ।

 

 

তারপরও গণশুনানিতে সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন কিনা এ নিয়ে নানা সংশয় প্রকাশ করেছেন যশোরের বিভিন্ন পেশার মানুষ। খোঁজ নিয়ে জানাগেছে, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানিতে অংশ নিতে যশোরের উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ শনিবার থেকে প্রস্তুুতি নিতে দেখা গেছেন।

 

তারা তাদের প্রতিষ্ঠানের আদ্যপান্তর একটি রেকর্ড নিজের আয়ত্ব করার চেষ্টায় ছিলেন। গণশুনানিতে যাতে জবাব দিতে পারেন তার জন্য নিজেকে প্রস্তুুতি গ্রহণ করতে দেখা গেছে। যশোর জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানির জন্য সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা।

আরো পড়ুন

সর্বশেষ