শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলি পুশ করা ১ হাজার কেজি চিংড়ি জব্দ ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৬। রাত ১১ টার দিকে যশোর মনিহার বাস টামিনালে শামিম ও মেট্রোপলিটন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বাস মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. ক. এম নাজিউর রহমান জানান, র‌্যাবের কাছে গোগন সংবাদ আসে শামিম পরিবহনে করে খুলনা মংলা থেকে ময়মনসিংহ ও মেট্রোপলিটন পরিবহনে করে পিরোজপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ২টি যাএীবাহী বাসের ছাদে করে যাচ্ছে জেলি পুশ করা চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছের শরীরে অস্বাস্থ্যকর পরিবেশে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একাধিক টিম অবস্থান নেয় যশোর মনিহার বাস টামিনালে। রাত ১১ টার দিকে বাসের ছাদে করে আসা জেলি পুশকৃত চিংড়ি মাছ ২টি পরিবহন আসলে ঘটনার সত্যতা মেলে। অভিযানে থাকা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপ্টন সদরার ট্রাকে থাকা চিংড়ি গুলোর শরীরে জেলি ঢুকিয়ে ওজন বৃদ্ধির অস্তিত্ব পান। এ সময় শামিম পরিবহন বাস মালিককে ৩০ হাজার ও মেট্রোপলিটন পরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১ হাজার কেজি চিংড়ি মাছ যার অনুমানিক মূল্য ১০ লঙ্ক টাকা।্ আটককৃত জেলি পুশ চিংড়ি মাছ জব্দ করে যশোর জেলা মৎস্য ভবন চত্তে ধ্বংস কর হয়েছে।#

আরো পড়ুন

সর্বশেষ