অভয়নগর প্রতিনিধি
‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই শে¬াগানে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালী, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহম্মেদ খান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মলি¬ক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা প্রমুখ। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদারের নের্তৃত্বে ফায়ার সার্ভির্সের একটি দল মহড়া প্রদর্শন করেন।
