প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যশোরের পক্ষ থেকে আজ বিকেলে সদরের লাউখালী বাঁওড়ে মাছচাষী, মৎস্য জীবী ও জেলে দের মাঝে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ওপর এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মৎস্য গবেষণার যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্ম কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক যশোর জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, আবুল কাশেম, শেখ সাদেক, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে লাউখালী বাঁওড়ে মাছ চাষ বৃদ্ধির অভয়াশ্রম সৃষ্টির সহায়তা করার ঘোষণা করা হয়েছে। এছাড়া মৎস্য ইনস্টিটিউটের কর্মকর্তা অনিক তালুকদার সাধারণ মৎস্য জীবী দের পুকুরে গিয়ে পানি পরীক্ষা সহ বিভিন্ন প্রচারপত্র বিতরণ করা হয়।
লাউখালী বাঁওড়ে মাছ চাষী সমাবেশ অনুষ্ঠিত

