শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

লাখো মুক্তায় আলিয়া ভাটের যাদু

আরো খবর

একাত্তর ডেস্ক:ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। সোমবার রাতে নিউইয়র্কে বসেছিল মেট গালার এবারের আসর। এই রাতটি একটু বিশেষ ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য। কারণ এবারই প্রথম মেট গালায় অভিষেক হয়েছে তার। অভিষেক রজনীতে কল্পকথার রাজকন্যার মত সাদা গাউনে লালগালিচায় শুভ্রতা ছড়িয়েছেন তিনি।

তার পরনে ছিল মুক্তায় মোড়ানো সাদা গাউন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। আলো ঝলমলে রাতে অভিনেত্রীর এমন পোশাক মুহূর্তেই নজর কেড়েছে সবার। আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং। মেট গালার রাতে আলিয়ার পরির বেশের ছবিতে এখন মজেছে নেটিজেনরা।

মেট গালায় অভিষেক, লাখো মুক্তায় মোড়ানো আলিয়া

ছবিগুলো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাকে সব সময় আইকনিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।’(সূত্র: দেশ রুপান্তর)

আরো পড়ুন

সর্বশেষ