শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় ইউপি সদস্য বরকত গ্রেফতার

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার আসামী ইউপি সদস্য মো: বরকত শিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বরকত শিকদার ইতনা গ্রামের বাগপাড়ার মুক্তার শিকদারের ছেলে এবং ইতনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে , রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ইতনা বাজারে অভিযান চালিয়ে নাশকতা  মামলার আসামী বরকত শিকদারকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানান, বিগত ২০২৪ সালের ১৩ নভেম্বর শ্রমিক নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে লোহাগড়া থানায় ১৩৫ জন আওয়ামী লীগের নেতা কর্মীদের আসামি করে লোহাগড়া থানায় একটি নাকতা মামলা দায়ের করেন।  তিনি ওই মামলার আসামি।

আরো পড়ুন

সর্বশেষ