শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় চার দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লক্মীপাশা যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মুরাদ-উদ-দৌল্লা।

এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আনিসুল ইসলাম সনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব রহমান, ইকরামুল হক মিন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন রতœদীপা মুখার্জি ও রুপদীপা মুখার্জি।

পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলার বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি বনাম লোহাগড়ার জয়পুর লাল-সবুজ ফুটবল একাদশ মুখোমুখি হয়। উদ্বোধনী খেলায় দেশি-বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্টের অপর দুটি দল হল, লোহাগড়ার খলিশাখালী স্পোর্টিং ক্লাব ও নড়াইলের এগিয়ে চলো ফুটবল একাদশ আগামী ২৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বশেষ