নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে পঞ্চপল্লী সংগঠনের নেতৃত্ব নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ ওলিয়ার মোল্যা (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে নিহতে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওলিয়ার মোল্যা দিঘলিয়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগম বলেন, নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্য বিলে (মাঠে) যাবার পথে বাড়ির পাশে ওৎ পেতে থাকা পঞ্চপল্লী সংগঠনের ফিরোজ মেম্বর, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত ২০জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ওলিয়ার মোল্যার ওপর হামলা চালায়।
ওলিয়ার মোল্যার চিৎকারে পাশ্ববর্তী লোকেরা ঘটনাস্থলে এসে গুরতর আহতাবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ওলিয়ার মোল্যাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে, তদন্তে মূল রহস্য বেরিয়ে আসবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

